রাজ্যপালের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, কমিশনকে চিঠি তৃণমূল কংগ্রেসের

নির্বাচনী বিধি মানছেন না রাজ্যপাল, রাজ্য নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন, এমনই সব অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

Must read

পঞ্চায়েত ভোটের (Panchayat election) মুখে রাজ্যপালের (governor) সঙ্গে নতুন করে সংঘাত শাসক শিবিরের। নিজেকে ‘গ্রাউন্ড জিরো গভর্নর’ (Ground zero governor) বলে মন্তব্য করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি এখন জেলায় জেলায় ঘুরছেন। ভোটের ঠিক ৫ দিন আগে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নির্বাচনী বিধি মানছেন না রাজ্যপাল, রাজ্য নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন, এমনই সব অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন-ব্যর্থ অগ্নিপথ প্রকল্প, নেপালি যুবকরা যোগ দিচ্ছেন ওয়াগনারে

রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাও প্রত্যাশিত নয় বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। রাজ ভবনে ইতিমধ্যেই খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম, যেখানে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। এই কন্ট্রোল রুম নিয়ে চিঠিতে অসন্তোষ জানিয়েছে তৃণমূল। সেখানে অভিযোগ করা হয়, রাজ্যপাল নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন। তিনি যে নিয়মে বিডিওদের থেকে রিপোর্ট সংগ্রহ করছেন, পুলিশের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন, সেটা ঠিক নয় বলে মনে করা হচ্ছে। এছাড়া সরকারি ভবনে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল, সেটা নির্বাচনী বিধি ভঙ্গ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। সার্কিট হাউস বা গেস্ট হাউসে গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন-দুর্নীতির মামলার ভয়েই দলবদল, ইডিকে ব্যবহার করে মহারাষ্ট্রে ‘অপারেশন কমল’ বিজেপির

প্রসঙ্গত ভোটের আগে রাজ্যের পরিস্থিতি জানতে উত্তর থেকে দক্ষিণ ঘুরছেন রাজ্যপাল। কমিশনের ভূমিকা নিয়ে আগেই প্রকাশ করেছেন ক্ষোভ। এবার তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানানো হল তৃণমূল কংগ্রেসের তরফে।

Latest article