‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ও সম্মান আছে তৃণমূল কংগ্রেসের
সাগর
সাগরদ্বীপ এর সমৃদ্ধ জনপদে
মিলিত হলো মানব সাগর
সাগরভূমির তটিনী জটায়
ছো মানুষ স্নান করতে বিভোর!
খাসিমারা থেকে ঘোড়ামারা
সৈকতসুন্দরীর তীর্থধারা
উড়িয়ে ধ্বজা, বাঁশি ও ঘণ্টা
সচল-সবল কপিলমুনির আশ্রমটা।
সহস্র লক্ষ মানুষের পদার্পণে
সাগর চলেছে অমৃত সন্ধানে
উছলি উঠেছে দিকে দিকে প্রাণ
আগমনি আনন্দ গাইছে গান।
সাগরের জলে একটু স্নান
পবিত্র মনের মন-সন্ধান
রাজা ও ফকির সবার জন্য
গঙ্গাসাগর তীর্থ ধন্য।।