‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
বাঁধন
মায়ার বন্ধনে অকাল বোধন
ঝরে গেলে পাতা
বৃক্ষ করে অরণ্যে রোদন
মায়ার জালে সবার বাঁধন।
প্রিয়জন হারিয়ে গেলে
বাগে রাখা মনকে অসাধ্য সাধন
জটাধারী গাছের জট
জটই পরিবার, জট হয় স্বপন।।
শীত চলে গেলেই
মনে পড়ে শীতের নাচন
শস্যপূর্ণ জমিতে চাষি
শস্য চাষির সবচেয়ে আপন।।
ভুখা শ্রমিকের আর্তনাদে
মালিক বাঁচে, হয় শ্রমিকের নির্বাসন
শিশুহারা মাতৃক্রোড়
মাতৃসাধনায় হয় বিরাগভাজন।।
ফুল ছাড়া মালা
হয়না ফুল সম্ভারে মণিরতন
পরিবার ছাড়া একা
একান্তে গমন।।