স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচারে নয়া বিধি, আউটডোর খুলবে ৯টায়, পরিচ্ছন্নতায় জোর

এই বিষয়ে যাবতীয় তদারকি করবেন সিস্টার ইন চার্জ ও সহকারী সুপার। ইন্ডোর বিভাগের সিস্টার ইন চার্জ সন্তুষ্ট হলে খাতায় টিক দেবেন।

Must read

প্রতিবেদন : হাসপাতালের আউটডোর পরিষেবা ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কি না সেই বিষয়ে নজরদারি চালাতে এবার আরও কড়া রাজ্য। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচার নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন।
দেখা যায় স্বাস্থ্যসাথীর সুবিধে নিতে অস্থি অস্ত্রোপচার হয় এমন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন বেশিরভাগ মানুষ। এবার এই নিয়মের বদল চাইছে স্বাস্থ্য ভবন।

আরও পড়ুন-দিনের কবিতা

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, দুর্ঘটনায় জখম ব্যক্তিকে আগে সরকারি হাসপাতালে দেখিয়ে, মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে, তারপর যেতে হবে বেসরকারি হাসপাতালে। এই পুরো বিষয়টিই করতে হবে দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে। কারণ জেলা স্তরের প্রায় সব সরকারি হাসপাতালেই এখন অস্ত্রোপচারের যথেষ্ট ভাল পরিকাঠামো রয়েছে। সেই অস্ত্রোপচার অভিজ্ঞ চিকিৎসকরাই করে থাকেন তাই অহেতুক বেসরকারি হাসপাতালে রোগীকে নিয়ে আসার প্রয়োজন হবে না। ওই নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের তরফে সরকারের পোর্টালে আগে থেকে নথিভুক্ত অর্থোপেডিক সার্জেন ছাড়া অন্য কেউ অপারেশন করতে পারবেন না।

আরও পড়ুন-মায়োসাইটিস

অন্যদিকে, সরকারি হাসপাতালের বহির্বিভাগ পরিষেবাতে আরও গতি আনতে কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাবে স্বাস্থ্য ভবন। জেলার হাসপাতালগুলিকে নির্দেশিকা দিয়ে স্বাস্থ্য দফতর জানিয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই (রবিবার ও ছুটির দিন বাদ দিয়ে) প্রতিদিন সকাল ৯টার মধ্যে সরকারি হাসপাতালের বহির্বিভাগ বাধ্যতামূলক ভাবে খুলতে হবে। নির্দেশ যথাযথ ভাবে পালন করা হচ্ছে কি না, সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে এসএমএসের মাধ্যমে স্বাস্থ্য ভবনে জানাতে হবে। আউটডোরে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতি সংক্রান্ত তালিকাও ওই সময়েই এসএমএসের মাধ্যমে স্বাস্থ্যভবনকে জানাতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনে এই রিপোর্ট পাঠানোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। তিনি প্রতিদিন হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও স্বাস্থ্য ভবনে পাঠাবেন। অন্যথায় কড়া শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রীর সফর নিয়ে উৎসাহ তুঙ্গে বর্ধমানে 

উপরের দুই নির্দেশের পাশাপাশি পরিচ্ছন্নতার দিকেও কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। এবার থেকে সরকারি হাসপাতালের সমস্ত শৌচাগার দিনে তিনবার পরিষ্কার করতে হবে। এই বিষয়ে যাবতীয় তদারকি করবেন সিস্টার ইন চার্জ ও সহকারী সুপার। ইন্ডোর বিভাগের সিস্টার ইন চার্জ সন্তুষ্ট হলে খাতায় টিক দেবেন। পাশাপশি ছবি তুলে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। সাফাই কর্মীর কাজে ত্রুটি থাকলে বা ৩ বার পরিষ্কার নাহলে শোকজ করা হবে ওই কর্মীকে। আবার খাতায় সন্তোষজনক রিপোর্ট থাকা সত্ত্বেও যদি শৌচাগার অপরিষ্কার থাকে তাহলে দায়িত্বে থাকা সিস্টার ইন চার্জকে জবাবদিহি করতে হবে।

Latest article