দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা

Must read

‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-বিধায়কদের কড়া নির্দেশিকা দলের

জাতপাত

বর্ণের বিচারে না হয় যেন জাতপাতের সংকীর্ণ ভাবনা,
কাজের মধ্যেই গড়ে উঠুক আসল মানবিকতার প্রেরণা।

কে উঁচু আর কেই বা নিচু, এ নিয়ে লড়াই বৃথা,
সবার ধমনিতে রক্তের রঙ এক মিলেছি সবাই হেথা।

একবিংশ শতাব্দীর গোড়াতেও যদি জাতপাত নিয়ে ভাবতে হয়।
ফিরে যাবো তবে অনেক পশ্চাতে, বিভেদ আনবে নূতন ভয়।

জাত-পাতের করুণ অধ্যায়, আমরা সবাই ভুলতে চাই
মনুষ্যজীবন যে শ্রেষ্ঠ জীবন, এর মাঝারেই বাঁচতে চাই।

বর্ণে-বর্ণে বৈষম্য থাকলে আবার জ্বলবে বিদ্রোহের আগুন,
সে আগুন যদি নেভাতে হয়, আসুক নয়া মানসিক ফাগুন।

জাতের বিচারে হয় না কখনো মনুষ্যত্বের শ্রেষ্ঠ বিচার,
মান এবং হুঁশের সংঘবদ্ধতায় প্রকাশ পায় মূল্যবোধের আচার।

জাতে পাতে ভাগাভাগি করে, এদেশ কখনো যাবে না গড়া,
রক্ষা করতে সব মন প্রাণ হতে হবে সবাইকে অত্যন্ত কড়া।

মানুষ হলেই মানুষ হয় না, মানবিকতা যদি না পায় স্থান
মানবিকতা দিয়ে তাই গড়তে হবে, আসল মনুষ্যত্বের প্রাণ।

একে অপরকে ভালোবেসে জাতপাতের কথা ভুলিয়ে দাও,
অমানুষিক চিন্তাধারা এ পৃথিবী থেকে বিদায় নাও।

Latest article