আজ জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্যে কলকাতা-সহ ২৩টি জেলা থেকেই পাট্টা প্রাপকরা ইন্ডোর স্টেডিয়ামে হাজির থাকবেন। মুখ্যমন্ত্রী কিছু মানুষের হাতে পাট্টা তুলে দেবেন

Must read

প্রতিবেদন : ভূমিহীনদের জমি দেওয়ার পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে জোর। এক ঢিলে দুই পাখি মারতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। বুধবার নদিয়া-সহ বিভিন্ন জেলার ভূমিহীন মানুষকে জমির পাট্টা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারগুলোর হাতে পাট্টা তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রত্যেকটি পাট্টা দেওয়া হচ্ছে গৃহকর্ত্রীর নামে।

আরও পড়ুন-পর্ষদের তরফে ১৬ দফার নির্দেশিকা, ইন্টারনেট বন্ধের আবেদন, টেট পরীক্ষাকেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা

মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাড়ে চার হাজার পরিবার উপকৃত হবে। ভূমি ও ভূমি সংস্কার দফতর সুত্রে খবর, কৃষি, বাস্তু পাট্টার পাশাপাশি উদ্বাস্তু কলোনিতে নিঃশর্ত দলিল দেওয়া হবে। রাজ্যে কলকাতা-সহ ২৩টি জেলা থেকেই পাট্টা প্রাপকরা ইন্ডোর স্টেডিয়ামে হাজির থাকবেন। মুখ্যমন্ত্রী কিছু মানুষের হাতে পাট্টা তুলে দেবেন। তারপর ওই মঞ্চেই দফতর থেকে বাকিদের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। সরকারি জমিতেই যে সব ভূমিহীন কৃষক যেটুকু জমিতে চাষ করছেন, তাঁদের সেই জমিরই পাট্টা দেওয়া হবে। ৯৯ ডেসিমেল পর্যন্ত এই পদ্ধতিতে পাট্টা দেওয়া যায়।

আরও পড়ুন-খনিদুর্ঘটনা নিয়ে ছবি আসানসোলে

পাশাপাশি যাঁদের বাড়ি নেই তাঁদের ৮ ডেসিমেল করে জায়গা দেওয়া হবে। এই জমি থেকে তাঁদের কেউ উচ্ছেদ করতে না পারে সেই লক্ষ্যে বাস্তু পাট্টা দেওয়া হবে। উদ্বাস্তু কলোনিতে বসবাস করছেন কিংবা সরকারি জমিতে দীর্ঘদিন ধরে র‌য়েছেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে নিঃশর্ত দলিল (‌ফ্রি হোল্ড টাইটেল ডিড)‌। একসঙ্গে এতগুলো পরিবারের হাতে পাট্টা বিলি এর আগে হয়নি বলেই প্রশাসনিক সূত্রে খবর

Latest article