বুধবার বিকেলে গুজরাটের সুরাটে (Surat) গোডাউন (Godown) থেকে বের হচ্ছিল বিষাক্ত গ্যাস (Toxic Gas)। গোডাউনে কর্মরত চার শ্রমিকের শরীরে সেই বিষাক্ত গ্যাস যেতেই মৃত্যু হল তাদের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক শ্রমিক। নীলম ইন্ডাস্ট্রিজ নামক একটি সংস্থার গোডাউন থেকে এই বিষাক্ত গ্য়াস বেরোচ্ছিল এবং তার জেরে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদিন গোডাউনের মধ্যেই মৃত্যু হয় চার শ্রমিকের।
আরও পড়ুন-মশা মারতে ঔষধি মশারি
বুধবার সুরাটের মোতা বোরসারা গ্রামে বিকেল ৪টে নাগাদ কর্মী-শ্রমিকেরা গোডাউনে বিকেলের শিফটে কাজ করা শুরু করেছিলেন। গোডাউনে কেমিক্যাল মজুত থাকত। পাঁচজন শ্রমিক এসে কেমিক্যালের ড্রামগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় একটি ড্রামের ঢাকনা খুলে যায়। ঝাঁঝালো বিষাক্ত গ্য়াস বেরিয়ে আসতেই ৫ শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলে।
আরও পড়ুন-কান্দিতে নতুন সেতুর উদ্বোধন, আগামী বৃহস্পতিবার থেকে পথচলা
এরপর বাকি শ্রমিকদের নাকে ঝাঁঝালো ও কড়া গন্ধ আসে। প্রথমে কেউই গুরুত্ব না দিলেও ক্রমশ অস্বস্তি বাড়তে থাকে। তারা বুঝতে পারেন বিষাক্ত গ্যাস লিক হচ্ছে। সংজ্ঞাহীন অবস্থায় ওই পাঁচ শ্রমিককে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা চারজন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। একজন চিকিৎসা চলছেচিকিৎসাধীন। তবে তাঁর অবস্থাও বেশ সঙ্কটজনক।
আরও পড়ুন-মণিপুর নিয়ে নীরব মোদি, কথা উনি কোনও দিনই রাখেন না
পুলিশ সূত্রে খবর, ওই গোডাউনের মালিককে আটক করা হয়েছে। এবংভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কোন কেমিক্যালের বিষাক্ত গ্যাস থেকে শ্রমিকদের মৃত্যু হল, যদিও সেটা এখনো স্পষ্ট নয় ।