বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়। ২০২২-এ, পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে, স্বাভাবিক ছন্দে ফিরিয়েছে রাজ্য সরকার। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছতে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য পরিবহণ দফতর ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন-কাঁথির ১৪ ও ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী, অপরাজেয় সুবল-দীপেন্দ্র
এরপরেও যদি কোনও পরীক্ষার্থীর দেরি হয়ে যায় বা সময়ে যানবাহন না পায় তার জন্যও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আলিপুরদুয়ার জেলার মাধ্যমিক পরীক্ষার্থীরা বাস থেকে নেমে বা কোনও কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হলে সমাধানে এগিয়ে আসবে জেলা পুলিশ। ছাত্রদের জন্য বাইক ও ছাত্রীদের জন্য মহিলা কনস্টবেল চালিত স্কুটির ব্যবস্থা রাখা হয়েছে। অনেকটা অ্যাপভিত্তিক বাইক রাইডের মতন করা হয়েছে ব্যাপারটি। জেলা পুলিশের তরফ থেকে বেশ কিছু হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়েছে এই পরিষেবা দেওয়ার জন্য।
আরও পড়ুন-পরস্পরকে গুলি, নিহত দুই জওয়ান
কোনও মাধ্যমিক পরীক্ষার্থী পরিবহণের সমস্যায় কেন্দ্রে যেতে অসুবিধায় পড়লে, এই হেল্প লাইনে ফোন করলেই জেলা পুলিশের বাইক বা স্কুটি তৎক্ষণাৎ পৌঁছে যাবে সেই পরীক্ষার্থীর কাছে। তারপর তাকে বাইকে চড়িয়ে পুলিশ কর্মীরাই পৌঁছে দেবেন পরীক্ষা কেন্দ্রে। শুধু তাই নয়, মাধ্যমিক পরীক্ষার সময় যাতে কোনওরকম পথ অবরোধ বা ওই ধরনের কিছু না হয় সে-বিষয়ে অগ্রিম ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।