শিলিগুড়ির যানজট রুখতে কাজ শুরু

এই মুহূর্তে শহরের সব থেকে বড় যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে টোটো। টোটো-কে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে আলোচনা করার কথাও ভাবছেন তিনি।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পরই শহরকে যানজটমুক্ত করার কাজে ঝাঁপিয়ে পড়লেন রঞ্জন সরকার। এ-নিয়ে জেলাশাসক এবং অন্য আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরে ফেলেছেন তিনি। ডেপুটি মেয়র বলেন, ‘‘শহরের মূল সমস্যা এখন যানজট। যানজট-মুক্ত করতে গেলে বেশ কিছু এলাকা সাজিয়ে তুলতে হবে।

আরও পড়ুন-পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে পুলিশের বাইক

কোর্ট মোড়ে প্রতিদিন যানজট হয়। কোর্ট মোড়ে রাস্তা প্রশস্ত করার জন্য ইতিমধ্যে কোর্টের সঙ্গে কথা হয়েছে। আদালত কর্তৃপক্ষ তাদের তিন ফিট জায়গা ছাড়বে বলেও আশ্বস্ত করেছে।’’ কোর্ট মোড়ে রাস্তা তিন ফিট চওড়া হলে যানজট সমস্যা অনেকটাই মিটবে। এ-ছাড়াও বাগড়া কোর্টে লোকাল বাস স্ট্যান্ড তুলে নিয়ে তিনবাত্তি মোড় এলাকায় স্থানান্তরিত করার পরিকল্পনাও নিয়েছেন তিনি। এ-ছাড়াও তিনি বলেন, বহু জায়গায় রাস্তা দখল করে অনেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন-কাঁথির ১৪ ও ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী, অপরাজেয় সুবল-দীপেন্দ্র

রাস্তা দখলদারদের উচ্ছেদ করা হবে। তবে এই মুহূর্তে ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদের বিরুদ্ধে তিনি। ভবিষ্যতে ফুটপাত ব্যবসায়ীদের অন্য জায়গায় স্থানান্তরের পরিকল্পনা নিয়েই তাঁদের সরানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে শহরের সব থেকে বড় যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে টোটো। টোটো-কে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে আলোচনা করার কথাও ভাবছেন তিনি।

Latest article