শিশু পড়ুয়াদের বিকাশে সক্রিয় পুলিশ কর্মীর পাঠশালা

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : এলাকার দুঃস্থ পড়ুয়াদের পাশে অনেকদিন ধরেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য পুলিশের কনস্টেবল ছোটন ঘোষ (Police Constable Choton Ghosh)। সপ্তাহভর চাকরি করে ছুটির দিনে গ্রামে ও পাড়ায় এসে নিজের আধুনিক পাঠশালায় তাদের নিয়ে অনেকটাই সময় দেন তিনি। যেখানে বাঁধাধরা সিলেবাসের গণ্ডি ছাড়িয়ে বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশের কথা মাথায় রেখে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা করান ছোটন (Police Constable) প্রত্যেককে হাতে ধরে। লকডাউনের দিনগুলোয় আশপাশের গ্রামের কচিকাঁচারা ঘরে বন্দি থাকায় মানসিকভাবে পিছিয়ে পড়েছিল। বিদ্যালয়ের পঠনপাঠন শুরু হলেও খেলাধুলোয় নজর দিতে পারত না। সেই কথা ভেবেই তিনি শুরু করেন তাঁর এই শিক্ষাকেন্দ্র।

আরও পড়ুন: শববাহী গাড়ি চালিয়ে দৃষ্টান্ত পূজার

এই পাঠশালায় বাঁধাধরা ছকের বদলে শিশুদের মনের বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশের দিকটিতেও নজর দেন তিনি। কর্মসূত্রে ফরাক্কায় থাকলেও ছুটির দিনগুলো তাঁর কাটে গ্রামের বাচ্চাদের নিয়ে। এই কাজে তাঁকে সাহায্য করেন স্ত্রী। ১৪ জন পড়ুয়াকে নিয়ে শুরু করা ছোটনের এই পাঠশালায় এখন ছাত্র প্রায় দেড়শো। বাচ্চাদের মাঝে মাঝে নিয়ে যান বনভোজনেও। পরিবারের সদস্য ও সহকর্মীদের সহযোগিতা তাঁর এই কাজে বড় সহায় বলে জানান ছোটন ঘোষ।

Latest article