সংবাদদাতা, জঙ্গিপুর : দারিদ্র্য ও একাধিক প্রতিবন্ধকতাকে জয় করে এবছরের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষাতে ছেলেদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার আছড়া গ্রামের মহম্মদ আলফাজ শেখ (Alfaaz Sheikh)। তার প্রাপ্ত নম্বর ৮৪০। আলফাজের স্বপ্ন বিজ্ঞান নিয়ে পড়ে ভবিষ্যতে একজন ভাল ডাক্তার হওয়া। আর্থিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা যাতে বন্ধ না হয় তা সুনিশ্চিত করতে তার পাশে এগিয়ে এল নবগ্রাম পুলিশ। মঙ্গলবার ওসি অমিত ভকত, বিশিষ্ট সমাজসেবী আসিফ ইকবাল হাজির হন আলফাজের (Alfaaz Sheikh) বাড়ি। প্রতিশ্রুতি দেন সে যতদূর পড়াশোনা করতে চায় তাতে সহযোগিতা করবেন। আলফাজের বাবা মহম্মদ আনিকুল ইসলাম পেশায় শিক্ষক। ছয় ভাই এবং এক বোনের মধ্যে আলফাজ চতুর্থ। প্রথম থেকেই রঘুনাথগঞ্জের সরলপথ আকাদেমিতে আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করেছে। সুলতানপুরের ছাত্র হিসেবে বোর্ডের পরীক্ষা দিয়েছে। আলফাজ বাংলাতে পেয়েছে ৯২, ইংরেজিতে ৮১, আরাবিতে ৯৮, হাদিসে ৯৬, অঙ্কে ৯৯, ইতিহাসে ৮৮। এছাড়া শিকা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ভূগোলে তার প্রাপ্ত নম্বর যথাক্রমে ৪৫, ৫০, ৫০ এবং ৪৯। আলফাজ বলেন, ‘আমার এই সাফল্যের পেছনে তিন শিক্ষক তহিদুল ইসলাম, মাজাহারুল ইসলাম এবং রেজাউল করিমের নাম বিশেষ করে উল্লেখ করতে চাই।’ আলফাজের স্বপ্ন ডাক্তার হওয়া।
আরও পড়ুন: গঙ্গাভাঙনের হাল বিজেপির