সন্তুর উস্তাদ ও সুফি বাদক পন্ডিত ভজন সোপোরি প্রয়াত

ফের নক্ষত্রপতন। বৃহস্পতিবার গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সন্তুর উস্তাদ ও সুফি বাদক পন্ডিত ভজন সোপোরি।

Must read

ফের নক্ষত্রপতন। বৃহস্পতিবার গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সন্তুর (Santorr) উস্তাদ ও সুফি বাদক পন্ডিত ভজন সোপোরি। পারিবারিক সূত্রে সাংবাদিকদের জানানো হয়েছে, গুরুগ্রামের ফোর্টিস হাসপাতালে মারা যান ওস্তাদ। জানা গিয়েছে আগামীকাল (শুক্রবার) বিকেলে তার দাহ হবে।

আরও পড়ুন-আলফাজের সাহায্যে পুলিশ, মাদ্রাসায় রাজ্যে প্রথম

১৯৪৮ সালে শ্রীনগরে জন্মগ্রহণ করেন পন্ডিত ভজন সোপোরি। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ডবল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন, সেতার এবং সন্তুর উভয় ক্ষেত্রেই বিশেষজ্ঞ ছিলেন। ‘সেন্ট অফ দ্য সান্টুর’ নামে পরিচিত, তিনি ভারতীয় সঙ্গীতের জন্য পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন।

Latest article