বঙ্গ

চোর নয়, পাখি ধরতে বাসা বেঁধে দিল পুলিশ

সংবাদদাতা, কাটোয়া: ওই পাখিটার নাম বুঝি খঞ্জনা? না-না, ও তো বউ কথা কও! আমাদের খুব চেনা। এমনই সব চেনা-অচেনা পাখির কিচিরমিচিরে মুখর নাদনঘাট থানাচত্বর। চত্বরে রয়েছে এক বিশাল ছায়াময় বটগাছ।

আরও পড়ুন : প্রয়াত বিশিষ্ট ফুটবলার চিন্ময় চ্যাটার্জি, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

তার ডালে ডালে পাখিদের বিচরণ। কত না রূপ, কত স্বর-সুর, কত না খুনসুটি। কাজের ফাঁকে তাই দেখেই সময় বয়ে যায় পুলিশ কর্মীদের। শুধু তাই? নানা দরকারে থানায় আসা লোকজনও পাখিদের কলতানে থমকে দাঁড়ান। সবুজ পাতার আড়ালে বর্ণময় পাখিদের দেখে নয়ন সার্থক করেন।
এইসব পাখিরা যদি আর না আসে? আচমকা বটগাছ ছেড়ে অন্য কোথাও, অন্য কোনওখানে দেয় উড়ান? অফিসে বসে এমনই দুশ্চিন্তা জাগে এই ক’দিনেই নানা কিসিমের পাখির প্রেমে পড়া নাদনঘাটের ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়ের মনে। তা থেকেই শুরু করেন কাজ।

আরও পড়ুন : সাফল্যের পালক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে, টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এলাকার পাখিপ্রেমী মানুষজনের সঙ্গে কথা বলে বের করেন সমাধানসূত্র। সহকর্মীদের নিয়ে সুদীপ্তবাবু বটের শাখায় ঝুলিয়ে দেন কৃত্রিম বাসা, পাখিদের নীড়। তাতে রোজ নিয়ম করে দেওয়া হয় দানাপানি। ফলও মিলেছে হাতেনাতে। সূর্য পাটে ওঠার আয়োজন করতেই ঝাঁকে ঝাঁকে পাখিরা থানার বটগাছের বাসায় বাসায় ডেরা বাঁধছে। মদনমোহন তর্কালঙ্কারের ‘পাখিসব করে রব, রাতি পোহাইল’ এখানে সার্থক। সুদীপ্তবাবু বললেন, ‘৫০টি বাসা বাঁধা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।’ আশা, এমন ‘রোটি-মকান’ আর নিরাপত্তা পেলে একদিন হয়ত পরিযায়ী পাখিরাও এখানে ঠাঁই নেবে।

 

তাতে আরও বর্ণময় হয়ে উঠবে মহিরুহ। পুলিশকর্মীরা শুধু চোরডাকাত নিয়েই থাকেন না, তাঁদের এক সবুজ সুন্দর মনও থাকে। তাই এই পাখিপ্রীতি তারিফ কুড়োচ্ছে বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস নাগ থেকে শুরু করে এলাকার পরিবেশপ্রেমীদের।

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

2 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago