শহরের গতি বাড়াতে তিনটি ট্রাম রুট বন্ধের প্রস্তাব পুলিশের

Must read

প্রতিবেদন : শহরের ঐতিহ্য ট্রামকে ধরে রাখতে গত কয়েক বছর একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। কিন্তু শহরে ট্রামলাইন থাকার কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। বাড়ছে যানজট। তাই অব‌্যবহৃত এবং অপ্রয়োজনীয় ট্রামলাইন তুলে ফেলার জন্য পরিবহণ দফতরকে চিঠি দিল কলকাতা ট্রাফিক পুলিশ। পরিবহণ দফতরকে দেওয়া ওই চিঠিতে কোন কোন রাস্তায় লাইন থাকলেও ট্রাম (Tram Routes) চলে না, কোন কোন রাস্তায় লাইন তুলে দেওয়া উচিত, তার একটি তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা অনুযায়ী, লাইন সরানো হলে বর্তমানে তিনটি রুটে ট্রাম চলাচল বন্ধ হয়ে যাবে। চলতি বছরেই কলকাতা ট্রামের দেড়শো বছর পূর্তি। কলকাতার ঐতিহ‌্য ট্রাম সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। তারই মাঝে কলকাতা ট্রাফিক পুলিশ চিঠি। এ প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, আমাদের যেমন পথদুর্ঘটনা কমাতে হবে। তেমনই ট্রামকেও সংরক্ষণ করতে হবে। ট্রামকে কখনওই তুলে দেওয়া হবে না। কোন কোন রুটে (Tram Routes) তা চলবে তার বিস্তারিত রিপোর্ট আমরা আদালতকে জানাব। কলকাতা পুরসভা, ট্রাফিক, পরিবহণ দফতর সবাই মিলে বৈঠক করেই তা ঠিক হবে। তবে যে লাইন দিয়ে আর ট্রাম চলবে না, সেগুলো তুলে ফেলাই ভাল।

আরও পড়ুন- গাজায় হামলার নেপথ্যে আমেরিকা, বিস্ফোরক ইরানের প্রেসিডেন্ট

Latest article