প্রতিবেদন : ইমরানে (Imran Khan) বিরুদ্ধে জারি হওয়া জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দেওয়ার পর বুধবার কিং খানের বাড়ির সামনে থেকে সরে গেল পুলিশ এবং পাক রেঞ্জার্স বাহিনী। বুধবার লাহোর হাইকোর্ট এক অন্তর্বর্তীকালীন রায়ে জানিয়েছে, তোষাখানা মামলায় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ইমরানকে গ্রেফতার করা যাবে না। তবে এই মামলার চূড়ান্ত রায় কবে ঘোষণা করা হবে তা এদিন জানানো হয়নি। হাইকোর্টের রায়ে আপাতত ২৪ ঘণ্টার জন্য স্বস্তি পেলেন ইমরান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ইমরানের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। এদিন ইমরান অভিযোগ করেন, তাঁকে গ্রেফতার করা নিতান্তই এক নাটক। পুলিশ চাইছে, তাঁকে অপহরণ করে খুন করতে। ইমরান এদিন ট্যুইটারে বেশ কিছু গুলির খোলের ছবি পোস্ট করেন। ইমরানের দাবি, তাঁর সমর্থকদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে পুলিশ।
বুধবার বিকেলের দিকে পুলিশ সরে যেতেই জামান পার্কে হাজির হওয়া কয়েক হাজার পিটিআই সমর্থক উৎসব শুরু করেন। ইমরানকে গ্রেফতার করার জন্য মঙ্গলবার সন্ধ্যাতেই তাঁর বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে দফায় দফায় ইমরান সমর্থকদের সংঘর্ষ বাধে। পিটিআই সমর্থকদের বাধায় ইমরানের বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। পিটিআই সমর্থকদের অভিযোগ, পুলিশ তাদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
আরও পড়ুন: আলমারিতে মিলল মায়ের টুকরো দেহ, গ্রেফতার কীর্তিমান মেয়ে
অন্যদিকে, ইমরান (Imran Khan) জাতির উদ্দেশ্যে এক বার্তায় বলেন, তিনি প্রকৃত স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাবেন। পুলিশ ভাবছে, তাঁকে জেলে পাঠালেই সব শেষ হয়ে যাবে। কিন্তু তা নয়। বরং তাঁর অসমাপ্ত কাজ শেষ করার জন্য তিনি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। ইমরান বলেন, তাঁর মৃত্যু হলেও যেন তাঁরা লড়াই না থামান। যতদিন না দেশ থেকে একনায়কতন্ত্র উৎখাত হচ্ছে ততদিন এই লড়াই চালিয়ে যেতে হবে।