প্রতিবেদন : সংসদীয় রাজনীতির (Parliamentary Committees) রীতিনীতি, সৌজন্য জলাঞ্জলি দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তাদের জনবিরোধী নীতির প্রধান সমালোচক তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদকেই এবার রাখা হয়নি সংসদের স্থায়ী কমিটিতে। সংসদের উভয় কক্ষে সদস্য সংখ্যার নিরিখে তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কোনও কমিটির চেয়ারম্যান পদেই ঠাঁই হয়নি তৃণমূল কংগ্রেসের পোড়খাওয়া সাংসদদের। অথচ এতদিন অন্তত দুটি কমিটির (Parliamentary Committees) চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে তৃণমূলকে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেছে দল।
আরও পড়ুন-বেনজির! প্রধান বিচারপতির প্রস্তাব মানল না কলেজিয়াম
রাজ্যসভায় তৃণমূলের সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, এবার কোনও কমিটির চেয়ারম্যান রাখা হয়নি আমাদের দল থেকে। এটা অভূতপূর্ব। আগে কখনও এটা ঘটেনি। আমাদের মতে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয়।
তিনি বলেন,
• সংসদের দুই কক্ষ মিলিয়ে সংখ্যার নিরিখে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল।
• তৃণমূলের থেকে অনেক কম সংখ্যায় রয়েছে, তাঁরা কমিটির চেয়ারম্যান পেয়েছেন।
• কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির যারা বিরোধিতা করছে তাদের কাছ থেকে চেয়ারম্যানের পদগুলো কেড়ে নেওয়া হচ্ছে।
• তৃণমূল কংগ্রেস পদের জন্য লালায়িত নয়।
• ভুলভ্রান্তি, আর্থিক অনিয়ম খুঁজে বের করে সরকারকে চাপে রাখতে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদটি খুব গুরুত্বপূর্ণ।
• নানা গুরুত্বপূর্ণ বিষয় ওই কমিটিতে আলোচিত হয় এবং অনেক তথ্য জানা যায়।
• দল আলোচনা করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।