গার্ডেনরিচে (Garden Reach building collapse) বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গার্ডেনরিচের ঘটনা নিয়ে তিনি দল, রং নির্বিশেষে সকলকে দুর্গতদের পাশে থাকার আর্জি জানান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে জানান, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এমন মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনীতি কাম্য নয়। আগে যেভাবে উদ্ধারকার্য চলছে তা সম্পন্ন হোক। সকলে মিলে অসহায় পরিবারগুলির পাশে থাকতে হবে। তারপর এটা নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন তুলছেন, রাজনীতি করতে চাইছেন, তাঁরা করুন।” একইসঙ্গে অভিষেক প্রশাসনের সঙ্গে সহযোগিতার কথা বলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে দাঁড়িয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তাঁর কড়া নির্দেশের পরই মহম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রমোটারের বিরুদ্ধে গার্ডেনরিচ (Garden Reach building collapse) থানার পুলিশ ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। ওই প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই বেআইনি নির্মাণের সঙ্গে আরও কে কে জড়িত আছে তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।