গার্ডেনরিচে দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখমন্ত্রীর

Must read

গার্ডেনরিচে দুর্ঘটনায় (Garden Reach Building Collapse) মৃতের সংখ্যা বেড়ে হল ৮। পুলিশ সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে এখনও ১৪ জন চিকিৎসাধীন। ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা হচ্ছে।

গার্ডেনরিচে (Garden Reach Building Collapse) দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। বহুতলটি বেআইনিভাবে তৈরি তা আগেই জানিয়েছেন মেয়র এবং মুখ্যমন্ত্রী। ঘটনায় এখনও পর্যন্ত একজন প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নিজে অসুস্থ হয়েও গার্ডেনরিচে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন- ফের বাইডেনের দেশে মৃত্যু ভারতীয় পড়ুয়ার, জঙ্গলের ভিতর থেকে উদ্ধার দেহ

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঘিঞ্জি এলাকায় বেআইনি নির্মাণের জন্য এই দুর্ঘটনা। ঘটনাস্থলে দাঁড়িয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Latest article