লন্ডন, ৬ জুন : ভারতের সেরা ক্রিকেট বের করে এনেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এমনটা মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সম্প্রচারকারী সংস্থাকে সৌরভ জানিয়েছেন, তাঁর কাছে পন্টিংয়ের অস্ট্রেলিয়াই সেরা।
আরও পড়ুন-বাংলার হেল্প ডেস্ক এইমসে
তাঁর সময়ের স্মৃতি রোমন্থন করে সৌরভ বলেছেন, ‘‘পন্টিংয়ের অস্ট্রেলিয়া এতটাই দুর্ধর্ষ একটা দল ছিল, যাদের বিরুদ্ধে খুব ভাল না খেললে জেতা সম্ভব ছিল না। যদি ওদের বিরুদ্ধে আপনি রান করেন, উইকেট নেন, তবেই আপনি ওদের বিরুদ্ধে লড়াই করার যোগ্য। ২০০১ সালে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা ভাল খেলে সিরিজ জিতেছিলাম। এরপরই স্টিভের থেকে ব্যাটন পন্টিংয়ের হাতে চলে এসেছিল। অস্ট্রেলিয়া দলটার ঝাঁঝ আরও বাড়ে। শুধু টেস্টেই দাপট নয়, পন্টিংয়ের নেতৃত্বে ওরা ২০০৩ এবং ২০০৭ সালে পরপর দু’বার বিশ্বকাপ জিতে নেয়।’’
সৌরভ যোগ করেন, ‘‘অনেকেই ’৭০-এর ওয়েস্ট ইন্ডিজের কথা বলে। আমি ওদের দেখিনি। আমি দেখেছি রিকি পন্টিংকে। দেখেছি ওর দলকে। পন্টিংয়ের অস্ট্রেলিয়া আমার দেখা সেরা দল। এমন একটা দলের বিরুদ্ধেও আমরা খুব ভাল ক্রিকেট খেলেছিলাম। আমাদের ভাল খেলাটা একটা মানদণ্ড হয়ে রয়েছে।’’
আরও পড়ুন-ব্রিজভূষণের বাড়ির লোকের বয়ান রেকর্ড
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটের টালমাটাল সময়ে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন হাতে তুলেছিলেন সৌরভ। অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট প্রতিপক্ষের চোখে চোখ রেখে আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করে দল। সৌরভের নেতৃত্বেই বিদেশে বেশি টেস্ট জেতা শুরু হয় টিম ইন্ডিয়ার।