ভদ্রকালী মন্দিরে পূজা-আয়োজন

বিধায়ক গৌতম পাল ইটাহারেরই বাসিন্দা। তাঁরই উদ্যোগে পুনরায় মন্দির সংস্কার করে ভদ্রকালীর পাথরের প্রতিমা স্থাপন করে পুজোর আয়োজন করা হল।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : ইটাহারে জরাজীর্ণ মন্দির সংস্কার করে ভদ্রকালী মায়ের পাথরের মূর্তি স্থাপন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। মঙ্গলবার ইটাহার ভদ্রশীলা গ্রামে। বহুকাল আগে দুর্গাপুর ভূপালপুর জমিদার মন্দির থেকে প্রতিমা নিয়ে চলে যাওয়ার পর ভদ্রকালী মন্দির জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল।

আরও পড়ুন-বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী

বিধায়ক গৌতম পাল ইটাহারেরই বাসিন্দা। তাঁরই উদ্যোগে পুনরায় মন্দির সংস্কার করে ভদ্রকালীর পাথরের প্রতিমা স্থাপন করে পুজোর আয়োজন করা হল। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল উপস্থিত ছিলেন। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। দুই মন্ত্রী গোলাম রব্বানি ও সত্যজিৎ বর্মনের পাশাপাশি ছিলেন কানহাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার, প্রিয়তোষ মুখার্জি, চৈতালি ঘোষ সাহা প্রমুখ।

Latest article