রাজ্যে বিনিয়োগে পোর্টাল

শিল্পসাথী প্রকল্পের ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোন শিল্পের জন্য আবেদন করছেন সেটাও আবেদনকারীকে উল্লেখ করতে হবে

Must read

প্রতিবেদন : রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন ভাবে সজ্জিত শিল্পসাথী পোর্টাল চালু হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকে চালু হওয়া এই পোর্টালটিতে ১১টি দফতরের ৬১টি অনলাইন পরিষেবা এক ছাতার তলায় আনা হয়েছে বলে রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে। এই পোর্টাল থেকে যে কোনও বিনিয়োগকারী যেমন সহজেই শিল্প বিষয়ক নানা ছাড়পত্র ও ঋণের জন্য আবেদন করতে পারবেন, তেমনই নিজেদের প্রয়োজনীয় সমস্ত তথ্যও হাতের কাছে পেয়ে যাবেন।

আরও পড়ুন-তিন মাসে ১১ লাখ বাড়ি রাজ্যে

এ বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিনিয়োগকারীদের সুবিধার্থে নতুন করে তৈরি করা হবে শিল্পবান্ধব শিল্পসাথী পোর্টালটি। গত কয়েক মাস ধরে পোর্টালটির নতুন কলেবর নিয়ে দফায় দফায় আলোচনা হয় নবান্নের শীর্ষ আধিকারিকদের মধ্যে। তার পরেই সিদ্ধান্ত হয় নতুন করে পোর্টালটিকে সাজিয়ে তুলে বিভিন্ন দফতরকে একসঙ্গে যুক্ত করা হবে। সম্প্রতি শিল্পসাথী পোর্টাল নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তার পরেই নতুন বছরের গোড়ায় এই পোর্টালটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই। অনলাইনে আবেদনের জন্য প্রথমে শিল্পসাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://www.silpasathi.in/-তে যেতে হবে। এর পর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি এবং পাশওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

আরও পড়ুন-বছরের দ্বিতীয় দিনেই লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস

এরপর, শিল্পসাথী প্রকল্পের ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোন শিল্পের জন্য আবেদন করছেন সেটাও আবেদনকারীকে উল্লেখ করতে হবে। কত টাকা ঋণ নিতে চাইছেন সেটি জানাতে হবে। তারপর প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। অফলাইনে আবেদনের জন্য প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি এ-ফোর সাইজের সাদা কাগজে প্রিন্ট আউট করে নিয়ম অনুযায়ী নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর তাতে আবেদনকারীর বর্তমান রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ-সহ প্রয়োজনীয় নথিগুলি ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে। এরপর আবেদনকারীকে ফর্মে সই করে বিডিও বা এসডিও অফিসে গিয়ে জমা করতে হবে।

Latest article