উত্তুরে হাওয়ায় হালকা শীত, বাড়ছে তাপমাত্রা

আকাশ মেঘলা। সূর্যের দেখা মিলছে দেরিতে। হালকা হাওয়াও বইছে। কিন্তু ধরা দিচ্ছে না শীত। এ যেন খানিকটা অজানা রোগের মতো।

Must read

প্রতিবেদন : আকাশ মেঘলা। সূর্যের দেখা মিলছে দেরিতে। হালকা হাওয়াও বইছে। কিন্তু ধরা দিচ্ছে না শীত। এ যেন খানিকটা অজানা রোগের মতো। চেনা চেনা উপসর্গ কিন্তু সঠিক রোগ জানা যাচ্ছে না। আবহাওয়ার এই ‘অজানা রোগ’ নিয়ে রীতিমতো চিন্তায় আবহাওয়াবীদরা। কনকনে ঠাণ্ডা নিয়ে আসবে নতুন বছর— পূর্বাভাস এমনটা থকলেও ঠাণ্ডা পড়েনি। সোয়েটার, চাদর ছাড়াই হয়েছে বড়দিন। বর্ষবরণেও মেলেনি শীতের আমেজ। এখন হাওয়া অফিস বলছে চলতি মাসের প্রথম সপ্তাহেও নাকি জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার কোনও সম্ভাবনাই নেই। রবিবার বছরের প্রথমদিনে একলাফে তিন ডিগ্রি বেড়ে গিয়েছিল তাপমাত্রা।

আরও পড়ুন-রাজ্যে বিনিয়োগে পোর্টাল

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই ছিল কুয়াশা। তবে বেলা বাড়তেই রোদ ওঠে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু আগামী তিনদিন ভোরে কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ৫ জানুয়ারির পর থেকে কিছু হাওয়া বদল হতে পারে বলেও জানানো হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও বেড়েছে তাপমাত্রা। এরইসঙ্গে কনকনে ঠাণ্ডায় কাঁফছে উত্তরের পাহাড় থেকে সমতল। দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যে নেমেছে কিন্তু তুষারপাত হয়নি। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Latest article