কারাগারে হামলা

চিহুয়াহুয়া রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, কারাগারে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে ১০ জনই নিরাপত্তারক্ষী। বাকি চারজন বন্দি

Must read

মেক্সিকোর একটি কারাগারে হামলা চালাল দুষ্কৃতীরা। এই বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ১৩ জন। সংবাদ সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। জানা গিয়েছে, রবিবার মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের সীমান্তবর্তী শহর জুয়ারেজে এই ঘটনা ঘটে। চিহুয়াহুয়া রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, কারাগারে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে ১০ জনই নিরাপত্তারক্ষী। বাকি চারজন বন্দি।

আরও পড়ুন-উত্তুরে হাওয়ায় হালকা শীত, বাড়ছে তাপমাত্রা

পাশাপাশি হামলার সুযোগে অন্তত ২৪ জন বন্দি পালিয়ে গিয়েছে। আক্রমণকারীদের ধাওয়া করে একটি ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। একই সঙ্গে ৪ জনকে আটক করা হয়। অন্যদিকে রবিবারই জুয়ারেজে অপর আরেকটি ঘটনায় বন্দুকবাজের গুলিতে দুই গাড়িচালকের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এই হামলা সে বিষয়টি পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়।

Latest article