দহন শেষে কালবৈশাখীর সম্ভাবনা

আজ থেকেই দহন জ্বালা শেষ হবে। দক্ষিণের জেলা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর ও দক্ষিণের জেলায়।

Must read

প্রতিবেদন: আজ থেকেই দহন জ্বালা শেষ হবে। দক্ষিণের জেলা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর ও দক্ষিণের জেলায়। এমনকী কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কিছু জেলায়। এর জন্য সতর্কতাও জারি করা হয়েছে। পশ্চিমের শুষ্ক হওয়ার বদলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে। বদলাবে আবহাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমও মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

আরও পড়ুন-বাংলার সংস্কৃতি হিন্দু-মুসলমান, যৌথ সাধনার ফসল

এছাড়াও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে উত্তরের সব জেলাতেই। পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ। আগামী কাল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গল এবং বুধবারেও দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

Latest article