আজ সোমবার দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই আবহাওয়া শুষ্ক ছিল, বৃষ্টি হয়নি বললেই চলে। আগামিকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস অনুযায়ী, বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম এবং পূর্ব বর্ধমানেও। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন-কর্ণাটকের সরকারি হাসপাতালে সদ্যোজাতকে মুখে করে দৌড় কুকুরের
উত্তরবঙ্গের আট জেলাতেই আজ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী পাঁচদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।