ঝাড়খণ্ডের ছাতরায় পুলিশের গুলিতে নিহত ৫ মাওবাদী

বাকি দুজনের ওপর ছিল ৫ লাখ টাকার পুরষ্কার। এই মাওবাদীদের এনকাউন্টারের ঘটনা ঝাড়খণ্ডের নিরাপত্তা অনেকটাই বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে

Must read

পুলিশের গুলিতে ঝাড়খণ্ডের (Jharkhand) ছাতরায় ৫ মাওবাদী নিহত। ৫ মাওবাদীর মধ্যে ২ জনের মাথার দাম ২৫ লাখ টাকা আগেই ঘোষিত ছিল। বাকি দুজনের ওপর ছিল ৫ লাখ টাকার পুরষ্কার। এই মাওবাদীদের এনকাউন্টারের ঘটনা ঝাড়খণ্ডের নিরাপত্তা অনেকটাই বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়

ঝাড়খণ্ড পুলিশের তরফে জানা গিয়েছে, ‘ছাতরায় ৫ জন মাওবাদী নিহত হয়েছে। যাদের মধ্যে ২ জনের মাথায় ২৫ লাখ ও ৫ লাখের পুরষ্কারমূল্য ঘোষিত ছিল। তাদের কাছ থেকে দুটি একে ৪৭ উদ্ধার করা হয়েছে।’ যদিও অভিযান চলছে। গোপন সূত্রে খবর পেয়ে যৌথবাহিনী এই অভিযান চালায়। অভিযান শেষে তারা সাফল্য পেয়েছে। কোয়েলিবেড়া পুলিশ স্টেশনের আওতায় থাকা জঙ্গলে এই অভিযান চলেছে। এর আগে ছত্তিশগড়েও কিছুদিন আগেই একটি মাওবাদীদের ঘিরে অভিযান চালানো হয়।

Latest article