প্রতিবেদন : বাইচুং ভুটিয়ার পথে হাঁটছেন সুনীল ছেত্রি। অবসরের পর ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ হিসেবে স্পোর্টস ম্যানেজমেন্টের মাস্টার্স কোর্স করছেন ভারত অধিনায়ক। জার্মান ফুটবলের কিংবদন্তি অলিভার কান, ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তনী জুয়ান মাতাও এই ডিগ্রি নিয়েছেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দিরের শিলান্যাস
স্পোর্টস ম্যানেজমেন্টের মাস্টার্স ডিগ্রি করার জন্য মাদ্রিদের আইএসডই ল বিজিনেস স্কুলে এক বছরের কোর্স করছেন সুনীল। স্পেনের এই প্রতিষ্ঠানটি এফসি বার্সেলোনার সঙ্গে কাজ করে। স্পোর্টস ম্যানেজমেন্টে আইএসডিই-র বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। সূত্রের খবর, গত মাসেই অনলাইনে এই কোর্স শুরু করেছেন ভারতীয় ফুটবলের আইকন। স্পেনের ইনস্টিটিউটের তরফে একশো শতাংশ স্কলারশিপ দেওয়া হচ্ছে সুনীলকে। এক বছরের কোর্স শেষে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাবেন তিনি।
আরও পড়ুন-ধরা পড়ে মুখে কুলুপ সুশান্তর
আন্তর্জাতিক পর্যায়ে রোনাল্ডো-মেসি-পুসকাসদের পর ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা সুনীল এখনও সক্রিয় ফুটবলার। ভারত অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ২০২৩ এএফসি এশিয়ান কাপের পর ফুটবলকে বিদায় জানিয়ে বুটজোড়া তুলে রাখতে পারেন সুনীল। তাই আগে থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা সারা তাঁর। টিভিতে ফুটবল বিশেষজ্ঞের ভূমিকায় আগে থেকেই দেখা যায় সুনীলকে। অবসরের পর রীতিমতো পেশাদারিত্বের সঙ্গেই খেলার সঙ্গে যুক্ত থাকতে চাইছেন তিনি। তাই আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়।