প্রতিবেদন : একের পর এক নির্বাচনে পরাজয়ের ধাক্কায় এমনিতেই বিজেপি দলটা প্রায় সাইনবোর্ড হয়ে উঠেছে, তার মধ্যে দলে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তারই জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি তুষার জানা ও তমলুক সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সোমনাথ বক্সির নামে পোস্টারে ছয়লাপ চারিদিক, এমনকী দলের অফিসের দেওয়ালেও।
আরও পড়ুন-শিশুর লিম্ফাটিক ম্যাল ফরমেশন
সাদা কাগজে ছাপা অক্ষরে সেই সব পোস্টারে লেখা— ‘মদ দোকানে লাইন দিয়ে মদ কেনা মণ্ডল সভাপতি তুষার জানা দূর হটো।’ কোনওটায় লেখা, ‘চাকরির নাম করে টাকা নিয়ে জেলখাটা আসামি বিজেপি তমলুক জেলার যুব সভাপতি সোমনাথ বক্সিকে মানছি না, মানব না।’ রাতের অন্ধকারে কে বা কারা এগুলো লাগিয়েছে। পোস্টারগুলোর নিচে ‘বিজেপি বাঁচাও কমিটি’ লেখা ছিল। এটাকে নিছক ‘বিজেপির ঘরোয়া দ্বন্দ্ব’ বলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তী। অন্যতম অভিযুক্ত সোমনাথ বক্সি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে একে সম্মানহানির চক্রান্ত বলেছেন।