সংবাদদাতা, জলপাইগুড়ি : লাগাতার বৃষ্টি। ফলে পচে যাচ্ছে মাঠে পড়ে থাকা আলু। শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সোমবার জমিতে গিয়ে দেখেন, জমিতে ছড়িয়ে আছে আলু। শিলাবৃষ্টিতে প্রচুর আলুর ক্ষতি হয়েছে। বৃষ্টির জেরে মাটি ভিজে গিয়েছে, যার ফলে আলুতে পচন ধরছে বলে জানালেন কৃষকরা। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে কৃষকদের।
আরও পড়ুন-ইন্ডিগোর বিমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত যাত্রী
এক কৃষক বলেন, ৬ বিঘা আলু চাষ করেছিলাম। শিলাবৃষ্টি ও বৃষ্টির জেরে আলুর ক্ষতি হচ্ছে। দুই লক্ষ টাকা খরচ হয়েছে আলু চাষ করতে। সরকারিভাবে আলুর দাম কিছুটা বাড়তি পাওয়ায় সুবিধে হয়েছে। এদিকে আরও এক কৃষক নরেশ দাস বলেন, তিনি আলু চাষ করেছেন ২৮ বিঘা। খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। এখনও বন্ড পাননি, স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বন্ডের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বন্ড পেলে কিছুটা রক্ষা হবে, অন্যথায় প্রচুর ক্ষতি হবে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বন্ডের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আলু তোলার পর যেগুলি জমিতে পড়ে রয়েছে সেগুলি পচে যাচ্ছে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, দ্রুত স্বাভাবিক হবে আবহাওয়া।