হিমঘরে আলু রাখা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

বাড়তি এক মাসের জন্যে সরকারিভাবে ভাড়া (দক্ষিণবঙ্গের জন্যে কুইন্টাল প্রতি ১৮.৬৬ টাকা আর উত্তরবঙ্গের জন্যে ১৯.১১ টাকা) ধার্য করা হয়েছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : গত বছরের মতো এবারও হিমঘরে আলু রাখার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল রাজ্য। ভিন রাজ্যে চাহিদা কম থাকায় রাজ্যের ৪৭০টি হিমঘরে এবার ১০-১১ লক্ষ টন আলু পড়ে রয়েছে (মজুতের ১৪%) বলে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জানিয়েছে। বিভিন্ন কারণে এবার আলুচাষ দেরিতে হয়েছে। ফলে, নতুন আলু উঠতে এখনও কিছুটা সময় লাগবে। তাই হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ানো ছাড়া সরকারের বিকল্প উপায় ছিল না। বাড়তি এক মাসের জন্যে সরকারিভাবে ভাড়া (দক্ষিণবঙ্গের জন্যে কুইন্টাল প্রতি ১৮.৬৬ টাকা আর উত্তরবঙ্গের জন্যে ১৯.১১ টাকা) ধার্য করা হয়েছে।

আরও পড়ুন-পানচাষিদের সুবিধার্থে কৃষি বিপণন দফতর ও জেলা পরিষদের উদ্যোগ

বুধবার রাজ্যের কৃষিবিপণন দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বাণিজ্যিক বছরে ভাল পরিমাণের আলু হিমঘরে মজুত রয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে মজুত আলুর সবটা হিমঘর থেকে বেরিয়ে যায়নি। সে কারণেই ডিসেম্বর মাসে সরকার নির্ধারিত ভাড়ায় হিমঘরে আলু রাখা যাবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আলু বের করে নিতে হবে।

আরও পড়ুন-ইস্টবেঙ্গল দল নামালেও, মাঠে নেই মোহনবাগান

ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে ৬৩ লাখ টন আলু মজুত হয়েছিল। বুধবার ১০-১১ লাখ টন আলু পড়ে রয়েছে। সংগঠনের তরফে কৃষিবিপণন দফতর ও মন্ত্রীকে চিঠি দিয়ে একই ভাড়ায় ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার দাবি জানিয়েছিল।

Latest article