সংবাদদাতা, দুর্গাপুর : করোনার বিভীষিকা কাটিয়ে ছন্দে ফিরছে মৃৎশিল্পীদের জীবন। খামখেয়ালি আবহাওয়ার মধ্যেই দিনরাত এক করে প্রতিমা তৈরিতে এখন তাঁরা মগ্ন। আসানসোল-দুর্গাপুরের (Asansol- Durgapur) আনাচে-কানাচে রয়েছে নানা মাপের শিল্প কারখানা। রয়েছে বাস, ট্যাক্সি, অটো,টোটো স্ট্যান্ড। প্রতিটিতেই চলছে দেবশিল্পী বিশ্বকর্মা-আরাধনা। এর পর আর হাতে গোনা কটা দিন। তাই নাওয়া-খাওয়া ভুলে সেরার সেরা প্রতিমা নির্মাণের লম্বা প্রতিযোগিতায় নেমে পড়েছেন এলাকার কুমোরপাড়ার শিল্পীরা। দুর্গাপুরের (Asansol- Durgapur) বেনাচিতি বাজারের প্রতিমাশিল্পী অরুণ পাল বলেন, ‘গত দু’বছরের তুলনায় এবার বিশ্বকর্মার অর্ডার বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দুর্গাপুজোর অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছেন। তাই বন্ধ হয়ে যাওয়া অনেক ছোট বাজেটের দুর্গাপুজো উদ্যোক্তারাও এবার নতুন উদ্যমে পুজোর জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন। আসানসোল হাটন রোড এলাকার প্রতিমাশিল্পী বিকাশ পাল বলেন, মাটি থেকে শুরু করে সাজসজ্জার যাবতীয় উপকরণের উপর কেন্দ্রীয় সরকার জিএসটি বসানোয় প্রতিমার দাম এবার ২০ থেকে ৩০ শতাংশ বাড়াতে হচ্ছে। এবারও প্রতিমা নির্মাণে অভিনবত্ব ও চমক এনে জেলা তথা রাজ্যে সেরা পুরস্কারের দৌড়ে থাকবেন বলে দুই মৃৎশিল্পীই আশাপ্রকাশ করেন।
আরও পড়ুন-পুলিশের ‘নবদিশা’, শেখাবে পড়ুয়াদের