আবারও বিস্ফোরক প্রবীর ঘোষাল

Must read

সুমন করাতি, হুগলি  : বঙ্গ বিজেপির অস্বস্তি আরও বাড়ল। বিজেপির সঙ্গে অর্থ ও নারী যোগ নিয়ে ট্যুইট এমনিতেই দলকে একদফা অস্বস্তিতে ফেলেছিলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। এবার বিড়ম্বনা আরও বাড়ালেন দলের আর এক নেতা প্রবীর ঘোষাল। সদ্য বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী ছিলেন প্রবীর। নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে হেরে যান। মঙ্গলবার বিজেপি নেতা তথা বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগােবাংলা’য় নিজেরই দল নিয়ে একরাশ বিস্ফোরক অভিযোগ আনেন। তাতে আরও অস্বস্তিতে বাড়ল পদ্মশিবিরের। বুধবার সকালে কোন্নগরে নিজের কার্যালয়ে বসে প্রবীর ঘোষাল বলেন, বিজেপিতে থেকে কাজ করা যায় না। যখন বিজেপিতে গিয়েছিলাম তখনই অনেকেই আমায় বারবার সে কথা বলেছিলেন। তখন আমি তাঁদের কথায় গুরুত্ব দিইনি। কিন্তু এখন বুঝতে পারছি এটা কোনও রাজনৈতিক দলই নয়। বীতশ্রদ্ধ হয়ে ভোট চলাকালীন আমি দল ছাড়তে চেয়েছিলাম। বিজেপির শাখা সংগঠনগুলির মাথায় যাঁরা বসে আছেন, তাঁরা কেউ কর্মী নন, দলের নেতা। সবারই শুধু টাকার চাহিদা। ভােটের আগের বারবার বুথ লেভেল কর্মীদের তালিকা চেয়েও পাইনি। দলের মধ্যে ঝগড়া, মারামারি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছিল।

Latest article