প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শীর্ষ আদালতের রায়দান। মেয়াদ ফুরোনোর পরেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদ আঁকড়ে থাকা প্রফুল প্যাটেলের ক্ষমতা কেড়ে নিল সুপ্রিম কোর্ট। ক্ষমতা কেড়ে নেওয়া হল সচিব কুশল দাস-সহ মেয়াদ উত্তীর্ণ এআইএফএফ-র কমিটি সদস্যদের। ফেডারেশনে নির্বাচন চেয়ে ২০১৭ সাল থেকে যে মামলা চলছিল শীর্ষ আদালতে, তার শুনানি ছিল বুধবার। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জাতীয় ফুটবল ফেডারেশনের কাজকর্ম দেখাশোনার জন্য তিন সদস্যের প্রশাসক প্যানেল নিয়োগ করেছে। এই কমিটি শীর্ষ আদালতের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে।
আরও পড়ুন-জিতে সিটিকে তাড়া ক্লপের লিভারপুলের
আগের প্রশাসক প্যানেলে থাকা দেশের নামী প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়-সহ আরও দু’জনকে নতুন কমিটিতে রেখেছে আদালত। তাঁরা হলেন প্রাক্তন বিচারপতি অনিল আর দাভে এবং দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি। এঁদের মধ্যে দু’জন (কুরেশি ও ভাস্কর) আদালত নিযুক্ত আগের প্রশাসক প্যানেলের সদস্য। নতুন এই প্রশাসক প্যানেলই ফেডারেশনের কাজকর্ম চালাবে। একইসঙ্গে নতুন গঠনতন্ত্র অনুমোদন করে কীভাবে দ্রুত সংস্থায় নির্বাচন করা সম্ভব হয়, সেটাও ঠিক করবে এই কমিটি। ফেডারেশনে নির্বাচন করাটাই প্রধান অগ্রাধিকার পাবে এই কমিটির। টুর্নামেন্ট আয়োজন, জাতীয় দলে ফুটবলার নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ে ভাস্কররা সাহায্য নিতে পারবেন অপসারিত কমিটির সদস্যদের কাছ থেকে।
আরও পড়ুন-লোধা-শবরদের উন্নয়নে নতুন কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দিন কয়েক আগেই দ্রুত ফেডারেশনে নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন ভাস্কর। তাঁদের পুরনো প্রশাসক প্যানেল জাতীয় ক্রীড়া নীতি মেনে যে সংবিধান তৈরি করেছিল, তা অনুমোদন করে এআইএফএফ-কে নির্বাচন করার নির্দেশ দিতেও অনুরোধ করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ফোনে ভাস্কর বললেন, ‘‘আমি আদালতের রায়ের কপি হাতে পাইনি। নতুন কী দায়িত্ব পেয়েছি, তা না জেনে, বুঝে কোনও মন্তব্য করতে চাই না।”
তবে অন্যতম প্রশাসক কুরেশি বলেছেন, ‘‘আমরা আশা করছি, ৩০ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্ট নতুন গঠনতন্ত্র অনুমোদন করবে। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচন করার চেষ্টা করব।’’