দ্রাবিড়-বিরাট প্রশংসা করায় আজাজ এখন স্বপ্নের উড়ানে

মুম্বই টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড স্পিনার।

Must read

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : মুম্বই টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড স্পিনার। জিম লেকার ও অনিল কুম্বলের পাশে বসে পড়েছেন আজাজ প্যাটেল। মুম্বইয়ে জন্ম কিউয়ি স্পিনারের যেন ঘরের মাঠেই ইতিহাস গড়া। অসামান্য এই কীর্তির পর রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির শুভেচ্ছা পেয়ে আপ্লুত আজাজ। খেলা শেষে নিউজিল্যান্ড ড্রেসিংরুমে এসে আজাজকে অভিনন্দন জানিয়ে গিয়েছিলেন দ্রাবিড়।

আরও পড়ুন-রুটের ভুল, একহাত নিলেন ওয়ার্ন

এদিন দেশে ফেরার আগে সাংবাদিক বৈঠকে আজাজ বলেছেন, ‘‘জানি না আর কোনও দিন এত উইকেট নেওয়ার সুযোগ পাব কি না। তবে আমি চেষ্টা চালিয়ে যাব। ভারতের কোচ রাহুল দ্রাবিড় এসে আমাকে শুভেচ্ছা জানিয়ে যাওয়ায় প্রচণ্ড খুশি। এটা আমার কাছে বিরাট ব্যাপার। বিরাট কোহলিও এসে আমাকে অভিনন্দন জানায়। ভারতীয় দলের অধিনায়ক যদি আমাকে কৃতিত্ব দিয়ে অভিনন্দন জানায়, তার থেকে বড় কিছু হতে পারে না। এছাড়া মহম্মদ সিরাজ এসে শুভেচ্ছা জানিয়ে গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন আমার সাক্ষাৎকার নিয়েছে। ভারতীয় দলের জার্সি দিয়েছে।’’

আরও পড়ুন-টি-২০’র পর একদিনের দলেও চমক, বিরাটকে সরিয়ে অধিনায়ক রোহিত

জন্মভুমি মুম্বই শহরের প্রতি তাঁর ভালবাসা অটুট। নিউজিল্যান্ড উড়ে যাওয়ার আগে বিশ্ব ক্রিকেটের নতুন তারকা বলেন, ‘‘আসল ব্যাপার হল, আমার নাম চিরকাল ওয়াংখেড়ের সাম্মানিক বোর্ডে থাকবে। এটা কখনও মুছে দেওয়া যাবে না। যখন আমি টেস্টের প্রথম দিন চার উইকেট নিলাম, তখন আমি ভেবেছিলাম আর একটা উইকেট পেলে ওয়াংখেড়ের সাম্মানিক বোর্ডে আমার নাম উঠবে। এতটা আমার কল্পনার বাইরে ছিল। এর পর প্রচুর মেসেজ, ফোন কল পেয়েছি। যখন আমি ফোন চালু করলাম, দেখলাম মেসেজ উপচে পড়ছে।’’

আরও পড়ুন-অধিনায়ক হিসেবে নজির, বিধ্বংসী কামিন্স, ইংল্যান্ড গুটিয়ে গেল ১৪৭ রানে

আইপিএলে সব সময় মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন জানিয়ে এসেছেন আজাজ। বলেছেন, ‘‘যদি আইপিএল খেলার সুযোগ পাই, তাহলে সেটা হবে আমার জন্য বড় সম্মান।’’

Latest article