রুটের ভুল, একহাত নিলেন ওয়ার্ন

কিন্তু টেস্টে দু’জনে মিলে ১১০০ উইকেট নেওয়ার পর এসব যুক্তি মানতে পারছেন না ওয়ার্নের মতো প্রাক্তন তারকা।

Must read

ব্রিসবেন, ৮ ডিসেম্বর : দলের সেরা দুই অস্ত্র জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে বাইরে রেখে অ্যাসেজে প্রথম টেস্টে নামার জন্য ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে একহাত নিলেন শ্যেন ওয়ার্ন। গাব্বায় প্রথম দিন ১৪৭ রানে ইনিংস শেষ করেছে ইংল্যান্ড। রুটের দল নির্বাচন নিয়ে একা ওয়ার্ন নন, সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তনদের অনেকেই। এঁদের মধ্যে ইয়ান চ্যাপেলও রয়েছেন।

আরও পড়ুন-টি-২০’র পর একদিনের দলেও চমক, বিরাটকে সরিয়ে অধিনায়ক রোহিত

গাব্বায় শেষবার ইংল্যান্ড টেস্ট জিতেছিল ৩৫ বছর আগে। অনেকেই ভেবেছিলেন, এবার জেতার সুযোগ রয়েছে রুটদের। কিন্তু প্রথম ইনিংসে জঘন্য ব্যাটিং করে সেই সুযোগ হারিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। গাব্বায় অ্যান্ডারসন ও ব্রডকে না খেলানোর একটা যুক্তি অবশ্য পাওয়া গিয়েছে। অ্যাডিলেডে পরের টেস্ট ম্যাচ হবে গোলাপি বলে। তাতে তরতাজা অবস্থায় দুই বর্ষীয়ান বোলারকে যাতে পাওয়া যায়, তাই গাব্বায় বিশ্রাম দেওয়া হয়েছে অ্যান্ডারসন ও ব্রডকে।

আরও পড়ুন-অধিনায়ক হিসেবে নজির, বিধ্বংসী কামিন্স, ইংল্যান্ড গুটিয়ে গেল ১৪৭ রানে

কিন্তু টেস্টে দু’জনে মিলে ১১০০ উইকেট নেওয়ার পর এসব যুক্তি মানতে পারছেন না ওয়ার্নের মতো প্রাক্তন তারকা। একইভাবে গাব্বার সবুজ উইকেটে ইংল্যান্ডের আগে ব্যাট করার সিদ্ধান্তেও অবাক হয়েছেন প্রাক্তন বিশ্বসেরা লেগস্পিনার। ওয়ার্ন বলেছেন, ‘‘সবুজ উইকেট। মেঘলা আকাশ। আমি হলে আগে অ্যান্ডারসন-ব্রডকে এই পরিবেশে কাজে লাগাতে চাইতাম। চেষ্টা করতাম প্রথমদিকে যত বেশি সংখ্যক মাচে ওদের খেলিয়ে নেওয়ার।”

আরও পড়ুন-দরাজ মুখ্যমন্ত্রী, বিড়ি শ্রমিকদের জন্য এবার হচ্ছে পৃথক হাসপাতাল

অ্যাসেজে ব্রডের পারফরম্যান্সের কথাও এক্ষেত্রে টেনে এনেছেন ম্যাজিক ওয়ার্ন। তিনি বলেছেন, গত গ্রীষ্মে অস্ট্রেলিয়া ৩০ বছর পর গাব্বায় ভারতের কাছে টেস্ট হেরেছিল। যা নিয়ে আ্যাসেজের আগে রুট বলেছিলেন, এতে বোঝা গেল গাব্বায় অস্ট্রেলিয়া অপরাজেয় নয়। ওয়ার্ন বলেছেন, এটা মাথায় রেখেই গাব্বায় অ্যান্ডারসন ও ব্রডকে দিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখা যেত। কিন্তু তারা সেই রাস্তায় না হেঁটে ব্রড আর অ্যান্ডারসনকে বিশ্রামে রেখে দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল ইংল্যান্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, রুট ভাল ব্যাটসম্যান, কিন্তু তিনি মোটেই ভাল অধিনায়ক নন। কারণ, রুটের চিন্তা-ভাবনা করার ক্ষমতা কম। তবে চ্যাপেল মনে করেন, কামিন্স দিনেকালে ভল অধিনায়ক হয়ে উঠতে পারেন।

Latest article