প্রতিবেদন: গোহারা হারলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। কর্নাটকের হাসন কেন্দ্রে বিজেপি সমর্থিত জেডিএস প্রার্থী প্রজ্জ্বলকে প্রায় ৪০ হাজার ভোটে হারিয়ে দিলেন কংগ্রেস প্রার্থী এম শ্রেয়স প্যাটেল। ১৬ এপ্রিল হাসন কেন্দ্রে ভোটপর্ব চুকে যেতেই দেশ ছেড়ে ফেরার হয়েছিলেন প্রজ্জ্বল। বাড়ির মহিলা-কর্মীকে যৌন হেনস্থার একটি ভিডিও প্রকাশ্যে আসার পরেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানিতে উধাও হয়ে যান দেবেগৌড়ার নাতি।
আরও পড়ুন-ভগবানগোলা ও বরানগর ফের তৃণমূলের হাতেই
তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন মধ্যবয়স্ক ওই মহিলাকর্মী। শুধু তাঁকে নয়, তাঁর মেয়ের সঙ্গেও অশালীন আচরণের অভিযোগ আনেন তিনি। নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। জোটসঙ্গী জেডিইউ নেতার এই কুকীর্তিতে গভীর অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। প্রায় একই সময়ে অভিযোগ দায়ের করা হয় প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও। এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গ্রেফতার করা হয় তাঁকে। ইতিমধ্যে প্রজ্জ্বলকে দেশে ফেরাতে ব্লু-কর্নার নোটিশ জারি করে কেন্দ্র। কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার চিঠির ভিত্তিতে তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করে দিল্লি। মাসখানেক ফেরার থাকার পরে ৩০ মে রাতে জার্মানি থেকে ফিরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে নামামাত্রই কর্নাটক পুলিশের সিটের বিশেষ মহিলা আধিকারিকদের টিম গ্রেফতার করে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতিকে। আদালত তাঁকে ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।