নয়াদিল্লি, ১৭ মে : ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে সরব দেশের তারকা কুস্তিগিররা ন্যায়বিচারের আশায় বুধবার দিল্লির হনুমান মন্দিরে যান। একইসঙ্গে বাংলা শাহিব গুরুদ্বারেও এদিন প্রার্থনা করেন বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকরা। গত ২৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলন করছেন দেশের হয়ে পদকজয়ী কুস্তিগিররা। সেখান থেকে কনট প্লেসে হনুমান মন্দির পর্যন্ত প্রায় একশো সমর্থক নিয়ে পদযাত্রা করে পুজো দিতে যান কুস্তিগিররা।
আরও পড়ুন-জুনেই মোহনবাগান সুপার জায়ান্ট
বিনেশ, বজরংরা তাঁদের দাবিতে অনড়, কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। বজরং এদিন বলেছেন, ‘‘মনে হয়, আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না। আমাদের অনুরোধ, এই মেয়েদের প্রতি সুবিচার করা হোক। এরাও তো দেশের কন্যা। আমরা হনুমান মন্দিরে গিয়েছিলাম বজরংবলীর আশীর্বাদ নিতে, যাতে মেয়েরা যত দ্রুত সম্ভব ন্যায়বিচার পায়।’’
আরও পড়ুন-আদানিকাণ্ডে ৩ মাসের মধ্যে সেবির রিপোর্ট
এদিকে আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে যন্তর মন্তর থেকে ধরনা মঞ্চ রামলীলা ময়দানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন বজরংরা। স্থান পরিবর্তন নিয়ে আন্দোলনরত কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, ‘‘রামলীলা ময়দানে ধরনায় বসার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। শীঘ্রই আমরা এ নিয়ে সিদ্ধান্ত জানাব।’’