প্লে-অফের আশা ছাড়ছে না মুম্বই

যা পরিস্থিতি, তাতে রবিবার শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাতেই হবে। পাশাপাশি বাড়িয়ে রাখতে হবে নেট রানরেটও।

Must read

লখনউ, ১৭ মে : লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে-অফের রাস্তাটা কঠিন করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চার নম্বরে রয়েছে মুম্বই। যা পরিস্থিতি, তাতে রবিবার শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাতেই হবে। পাশাপাশি বাড়িয়ে রাখতে হবে নেট রানরেটও।

আরও পড়ুন-মন্দির, গুরুদ্বারে প্রার্থনা বজরংদের

যদিও রোহিত শর্মা এখনও আত্মবিশ্বাসী, শেষ পর্যন্ত তাঁরা প্লে-অফে জায়গা করে নেবেন। পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক বলছেন, ‘‘আমার হেরেছি, এটাই শেষ কথা। সত্যি কথা বলতে কী, শেষ দিকের কিছু ভুলেই ম্যাচটা হারতে হল। এটা দুর্ভাগ্যজনক। তবে আমরা এখনও প্লে-অফ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।’’ রোহিত আরও বলেন, ‘‘নেট রানরেট কীভাবে হিসেব করা হয় জানি না। আমি শুধু এটা জানি, শেষ ম্যাচটা আমাদের ভাল খেলে জিততে হবে।’’

আরও পড়ুন-জুনেই মোহনবাগান সুপার জায়ান্ট

লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ের বোলাররা শেষ পাঁচ ওভারে ৬৯ রান খরচ করেছিলেন। এরমধ্যে শেষ তিন ওভারেই উঠেছে ৫৪ রান! রোহিতের বক্তব্য, ‘‘আমরা পিচের চরিত্র বুঝতে ভুল করিনি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালই ছিল। তবে শেষের দিকের কয়েকটা ওভারে আমরা একটু বেশি রান খরচ করে ফেলেছি। এর কারণ দিশাহীন বোলিং। তা সত্ত্বেও টার্গেট এমন ছিল না যে, জেতা সম্ভব নয়। আমরা ম্যাচটা হারলাম একদম শেষ ওভারে গিয়ে।’’

Latest article