ছানি অপারেশনে জোর দিতে নির্দেশ

রাজ্য সরকার চোখের আলো প্রকল্পে সাধারণ মানুষের বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য সব জেলা হাসপাতালগুলোকে সময় বেঁধে দিয়েছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার চোখের আলো প্রকল্পে সাধারণ মানুষের বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য সব জেলা হাসপাতালগুলোকে সময় বেঁধে দিয়েছে। আগামী তিন মাসের মধ্যে ঘাটতি পূরণ করে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে হবে বলে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-প্লে-অফের আশা ছাড়ছে না মুম্বই

বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংস্থা ছানি অপারেশনে অনেকটা এগিয়ে থাকলেও দেশের মধ্যে প্রথম হওয়া এই সরকারি প্রকল্প কেন পিছিয়ে রয়েছে তার কারণ খুঁজতে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সম্প্রতি পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। পর্যাপ্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও রাজ্যের অন্তত ৬টি জেলা এই প্রকল্পে লক্ষ্যমাত্রার কুড়ি শতাংশে পৌঁছতে পারেনি বলে বৈঠকে উঠে আসে। এরপরেই সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Latest article