কিবু ছাড়াই প্রস্তুতি ডায়মন্ড হারবারের

Must read

প্রতিবেদন : নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মাঠে আয়োজিত প্রথম দিনের প্র্যাকটিসে মূল দলের বিক্রমজিৎ সিং, রাহুল পাসোয়ান, তুহিন শিকদার-সহ মোট ১৯ জন ফুটবলার হাজির ছিলেন। এছাড়া ছিলেন ট্রায়ালে থাকা ১০ জন ফুটবলার। মোট ২৯ জন ফুটবলারকে নিয়ে এদিন প্র্যাকটিস পরিচালনা করেন সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায়। যিনি এবারই কিবু ভিকুনার সহকারী হিসাবে দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন- গোলাপের যুদ্ধে আজ শাহরুখেই নজর

২৫ জুন থেকে কলকাতা লিগ শুরু হওয়ার কথা। সবার আগেই প্র্যাকটিস শুরু করল ডায়মন্ড হারবার (DHFC)। নতুন মরশুমেও দল আই লিগ থ্রি খেলবে। এদিন ফুটবলারদের ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরেই জোর দেওয়া হয়েছে। স্ট্রাইকার রাহুল পাসোয়ান লোনে গোয়ার ডেম্পো এসসির হয়ে আই লিগ টু খেলতে গিয়েছিলেন। ডেম্পোকে আই লিগে তোলার পিছনে বড় ভূমিকা ছিল রাহুলের। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহেই কলকাতায় পা রাখছেন প্রধান কোচ কিবু ভিকুনা। এদিন প্র্যাকটিসের পর দেবরাজ জানিয়েছেন, কিবুর সঙ্গে কথা বলেই তিনি ফুটবলারদের প্র্যাকটিস সিডিউল ঠিক করেছেন।
প্রথমবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ খেলার যোগ্যতা অর্জন করেই সুপার সিক্সে উঠে চমক দিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। চ্যাম্পিয়নশিপের দৌড়ে থেকে শেষ পর্যন্ত তৃতীয় স্থানে শেষ করেছিল দল। নতুন মরশুমেও সেই ছন্দ ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

Latest article