সৌমেন্দু দে, বোলপুর : আর চারদিন। বহুকাঙ্ক্ষিত পৌষমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। জোরকদমে চলছে মেলাপ্রাঙ্গণ সাজানোর কাজ। মেলা সফল করতে মেলার সঙ্গে জড়িত সব পক্ষকে নিয়ে বারবার বৈঠক করছেন চন্দ্রনাথ সিংহ। বোলপুর ডাকবাংলা মাঠে বাংলা সংস্কৃতি মঞ্চ বিকল্প যে পৌষমেলার আয়োজন করেছে, তাতে যেন কোনও খামতি না থাকে, সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন।
আরও পড়ুন-শবর মহিলাদের দুয়ারে প্রকল্প নিয়ে জেলাশাসক
বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, মেলায় পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। মাঠে সিসিটিভি ক্যামেরা বসবে, মাঠে ঢোকা-বেরনোর রাস্তায় থাকবে নিরাপত্তাকর্মী। কেপমারি রুখতে সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ রাখা হবে। একটি পুলিশ কিয়স্ক থাকবে পর্যটকদের অভিযোগ নিতে। পর্যটকেরা কোভিড বিধি মানছেন কিনা সেটাও নজর রাখা হবে।
আরও পড়ুন-দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু
পুর প্রশাসক পর্ণা ঘোষ জানিয়েছেন, মাইকে জানানো হবে, মেলায় প্রবেশ করতে হলে মাস্ক বাধ্যতামূলক। প্রতিদিন মেলার মাঠ স্যানিটাইজ করা হবে। বোলপুর ব্যবসায়ী সমিতির সুব্রত ভকত বলেন, ব্যবসায়ীদের বলা হয়েছে, স্টলে স্টলে তরল স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক রাখতে। আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন, পরিবেশবিদ সুভাষ দত্ত।