বিজেপি টাকা দিয়ে প্রার্থী কিনেছে

তিনি তা একশো শতাংশ বিশ্বাস করেন এবং এর সপক্ষে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও এদিন দাবি করেন বিজেপির রাজ্যসভার সাংসদ।

Must read

প্রতিবেদন : বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক দলের সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে ভোট দিয়ে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ফের টাকা দিয়ে প্রার্থী কেনার অভিযোগে সরব হন রূপা। চলতি পুরভোটে টাকা দিয়ে প্রার্থী কিনেছে রাজ্য বিজেপি। আর তিনি তা একশো শতাংশ বিশ্বাস করেন এবং এর সপক্ষে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও এদিন দাবি করেন বিজেপির রাজ্যসভার সাংসদ।

আরও পড়ুন-পৌষমেলার প্রস্তুতি জোরকদমে

রীতিমতো ঝাঁঝালো ভাষায় দলের নেতাদের আক্রমণ করে রূপা বলেন, ‘আমি রাজ্য বিজেপির কেউ নয়।’ সেই সঙ্গে এবার নাম করেই আক্রমণ করেন দলের সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এদিন দিলীপ ঘোষের নাম করে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের সভাপতি নতুন এসেছেন, তিনি অনেক কিছুই জানেন না, চেনেনও না। তাঁর তো একটু সময় লাগবেই। এখানে দিলীপবাবুর পুরো টিমটা রয়েছে। তারা যদি এখনও বদমায়েশি না থামায় তা হলে তো মুশকিল!’

আরও পড়ুন-শবর মহিলাদের দুয়ারে প্রকল্প নিয়ে জেলাশাসক

প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের প্রতি তাঁর ভালবাসা জানিয়ে তিনি আরও বলেন, এই ওয়ার্ডে আমি বিজেপি প্রার্থীক সমর্থন করছি না। তিস্তার স্বামী গৌরবের হয়েই আমি প্রচার করেছি, এখনও আমি ওঁদের পাশেই আছি। এর জন্য যেখানে জবাব দিতে হয় সেখানেই তা দেবেন বলে জানান বিজেপি সাংসদ। তবে টাকা দিয়ে প্রার্থী কেনার বিষয়টি দলের নেতারা জানেন বলেও এদিন নতুন বিতর্ক তৈরি করলেন রূপা গঙ্গোপাধ্যায়।

Latest article