কোচবিহারে রাস উৎসবের প্রস্তুতি তুঙ্গে

সেই সঙ্গে মেলাতে কীভাবে স্টলগুলিকে জায়গা করে দেওয়া হবে এবং আপৎকালীন ব্যবস্থার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়েই আলোচনা করা হয়।

Must read

সংবাদদাতা, কোচবিহার : আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ ঐতিহ্যবাহী রাস উৎসব। এই রাস উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সোমবার ল্যান্সডাউন হলে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন-ডাক্তারিতে হিন্দি কেন নয়, জানাল তৃণমূল

এই মেলা কীভাবে পরিচালিত হবে সেই বিষয়কেই সুস্পষ্ট করতে আধিকারিকদের সঙ্গে এদিনের এই প্রশাসনিক বৈঠক। সেই সঙ্গে মেলাতে কীভাবে স্টলগুলিকে জায়গা করে দেওয়া হবে এবং আপৎকালীন ব্যবস্থার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়েই আলোচনা করা হয়। এছাড়াও তরুণ প্রজন্মকে মেলামুখী করে তোলার জন্য এবারের এই মেলায় সেলফি পয়েন্টের ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘আগামী ৭ নভেম্বর ২০২২ সালের রাস উৎসব শুরু হচ্ছে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে জেলার বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বসেছিলাম। প্রতিবছরের মতো এ বছরও সমস্ত আধিকারিকদের সমন্বয় রেখে কাজ করার জন্য তাঁদের সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Latest article