রেড রোডে কার্নিভালের প্রস্তুতি শেষ পর্যায়ে

কোন পুজো উদ্যোক্তা কী গান বাজাবেন তা আগেই আলোচনা করে নিতে হবে পুলিশের সঙ্গে। পোশাকের এবং তার রঙের বিষয়েও পরামর্শ নেওয়া জরুরি।

Must read

প্রতিবেদন : রেড রোডে পুজো কার্নিভালে নিরাপত্তা ব্যবস্থার উপরে বিশেষ গুরুত্ব দিল কলকাতা পুলিশ। কারণ ওইদিনে শুধু ভিভিআইপি অতিথি সমাবেশই হবে না, কার্নিভাল দেখতে আসবেন বহু বিদেশি অতিথিও। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কার্নিভালে অংশগ্রহণকারী পুজো উদ্যোক্তাদেরও সহযোগিতা চাইলেন লালবাজারের কর্তারা। যান নিয়ন্ত্রণের ব্যাপারেও অবহিত করা হল উদ্যোক্তাদের। পুজোর কার্নিভালকে সফল করার জন্য অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে বৃহস্পতিবার চূড়ান্ত বৈঠক সেরে নিলেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা।

আরও পড়ুন-মেট্রোতে রেকর্ড আয়

বৈঠকে কার্নিভালের সুনির্দিষ্ট রূপরেখা স্থির করে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। জেলায় জেলায় কার্নিভাল শুক্রবার। শনিবার কলকাতার রেড রোডে মূল কার্নিভাল। নিরাপত্তা এবং সুরক্ষার জন্য মোতায়েন করা হচ্ছে বিশেষ বাহিনী। মূলত বিদেশি অতিথি এবং প্রতিনিধিদের কথা ভেবেই। রেড রোডে মূল অনুষ্ঠান সাড়ে ৪টেয় শুরু হলেও বিশেষ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বেলা দুটো থেকেই। কোন পুজো উদ্যোক্তা কী গান বাজাবেন তা আগেই আলোচনা করে নিতে হবে পুলিশের সঙ্গে। পোশাকের এবং তার রঙের বিষয়েও পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন-স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ বাড়াল সরকার

লক্ষণীয়, এই কার্নিভালকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে উদ্দীপনা তুঙ্গে। বিশেষ করে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় ভিন্ন মাত্রা পেয়েছে এবারের কার্নিভাল। জেলায় জেলায় এবং মহানগরীতে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্বে। কার্নিভাল পরিচালনা নিয়ে নবান্ন ইতিমধ্যেই ২৫ দফা গাইডলাইন বেঁধে দিয়েছে। মূল অনুষ্ঠানের জায়গা, প্রতিমা বহন, মূল মঞ্চের সামনে দু’মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরঞ্জন এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ বিশেষ গুরুত্ব পেয়েছে রাজ্যের গাইডলাইনে। সবমিলিয়ে কার্নিভালকে স্বাগত জানাতে প্রস্তুত মহানগরী তথা সারা বাংলা।

ছবি : শুভেন্দু চৌধুরি।

Latest article