বিতর্কিত আইন লাগুর প্রস্তুতি

পাঁচ সদস্যের কমিটির মাথায় রাখা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইকে।

Must read

নয়াদিল্লি : ঘোষণা অনুযায়ী অভিন্ন দেওয়ানি বিধি চালুর কাজ শুরু করে দিল বিজেপিশাসিত উত্তরাখণ্ড৷ রাজ্য সরকারের তরফে শুক্রবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটির মাথায় রাখা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইকে। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, উত্তরাখণ্ডে অনেক দেবদেবী রয়েছেন। এই রাজ্য থেকে অনেক মানুষ সেনাবাহিনীতে চাকরি করেন।

আরও পড়ুন-মাত্র ৪ বছরের চুক্তিতে নিয়োগ, শূন্যপদ লক্ষাধিক, সেনার ঘাটতি পূরণে অস্থায়ী ব্যবস্থা

ফলে উত্তরাখণ্ডের জন্য অভিন্ন আইন প্রয়োজন। নতুন সরকার গঠনের পরপরই আমরা সিদ্ধান্ত নিই যে, আমাদের রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করা হবে। গোয়ার পর উত্তরাখণ্ড হবে দ্বিতীয় রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। আইন তৈরির কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌড়, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিংহ এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল রয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই এই কমিটির চেয়ারম্যান। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, এবার সব ধর্মের জন্য বিবাহ, সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইন চালুর বিষয়টি চূড়ান্ত হবে৷

Latest article