সুমন করাতি, হুগলি: পেশায় শিক্ষিকা। কিন্তু পাহাড় তাঁকে হাতছানি দেয়। সুযোগ পেলেই চলে যান পর্বতারোহণে। বাঙালি হিসেবে শুধু নয়, একজন মহিলা পর্বতারোহী অক্সিজেনের সাহায্য ছাড়াই এভারেস্ট জয় করেছেন। নিঃসন্দেহে গর্বের। দেশের এবং বিশ্বেও নজির তৈরি করেছেন। রেকর্ড ছুঁলেন চন্দননগরের পিয়ালি বসাক। হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা পিয়ালির এই অনন্য নজির সৃষ্টি করার পরেই গর্বে বুক ভরেছে চন্দননগরবাসীর।
আরও পড়ুন-হাওড়ার নাম বিক্রি করছে রেল
পিয়ালি বসাক কবে বাড়ি ফিরবেন এখনও সেই বিষয়ে নিশ্চিত না থাকলেও তার আগেই তাঁর ফেরা নিয়ে আগ্রহী সমস্ত চন্দননগর থেকে হুগলি জেলা। চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী বলেন, পিয়ালি শুধু চন্দননগরের গর্ব নন, পিয়ালি সারা বাংলা ও ভারতবর্ষের গর্ব। পিয়ালি আগেও যখন কোনও পর্বত অভিযানে গিয়েছেন তখন পুরনিগমের পক্ষ থেকে পাশে দাঁড়ানো হয়েছিল। আর এখন অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের নজির গড়ার পরে শুধু পুরনিগম নয়, পিয়ালিকে নিয়ে গোটা চন্দননগরের মানুষ গর্বিত।
আরও পড়ুন-চাকরি দেওয়ার নির্দেশ দিল নবান্ন
এখন শুধু অপেক্ষা, কবে পিয়ালি বাড়ি ফিরবেন আর তাঁকে পুরনিগমের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। আরও জানা গিয়েছে, শুধু পুরনিগম নয় পিয়ালিকে প্রশাসনিক স্তর থেকেও সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব ও চন্দননগরবাসীদের পক্ষ থেকেও পিয়ালিকে বিশেষ সংবর্ধনা জানাবে। এখন শুধু চন্দননগরের গর্ব পিয়ালির বাড়ি ফেরার অপেক্ষা।