কাল শিল্প ও প্রবাসী সম্মেলনের প্রস্তুতি চরমে

বাংলার বন্দর তৈরিতে দুবাইয়ের প্রযুক্তি-পরিকাঠামোর সাহায্য

Must read

কুণাল ঘোষ — দুবাই (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): বাংলায় লগ্নি আনতে স্পেনে ৯ দিনের ঠাসা কর্মসূচি সেরে এবার দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে বার্সোলানো থেকে মরুশহর দুবাই পৌঁছলেন তিনি। দু’দিনের এই দুবাই (Dubai) সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
আজ, বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে দুবাইয়ের ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শন করেন একটি প্রতিনিধি দল। আগামিদিনে বাংলায় যেসব বন্দর তৈরি হবে তার প্রযুক্তি ও পরিকাঠামোগত সাহায্য করবে দুবাইয়ের এই কোম্পানি। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি রিপোর্ট জমা দিয়েছেন মুখ্যসচিব। জানা গিয়েছে, ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ দুবাইয়ের শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সরাসরি গোটা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য চলে। আবার ‘জেবেল আলি বন্দর’ দুবাইয়ের (Dubai) গভীর সমুদ্রবন্দর। রাজ্যের তাজপুরকে গভীর সমুদ্রবন্দর হিসেবে গড়ে তুলতে চাইছে নবান্ন। সেদিকে নজর রেখেই আজকের এই বন্দর পরিদর্শন। এই অভিজ্ঞতাকে বাংলায় কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ইতমধ্যেই নিজেরা একপ্রস্থ আলোচনা আলোচনা করেছেন মুখ্যসচিব ও তাঁর টিম। শুক্রবার স্পেনের মতোই দুবাইয়ে হবে শিল্প সম্মেলন। সেখানে অন্যান্য শিল্পসংস্থাগুলির পাশাপাশি লুলু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। লুলু রিটেল ব্যবসায় দুবাইয়ের সিংহভাগ ও আবুধাবি তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ইউনিট ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব্যাপক বিনিয়োগ করে। বাংলায় হোটেল-শপিং মল ছাড়াও বড় আকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পতালুক গড়তে প্রাথমিকভাবে আগ্রহী। এছাড়াও এই বাণিজ্য সম্মেলনে দুবাইতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন ও তাঁদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। স্পেনের পর এবার দুবাইয়ের পুঁজিপতিদের বাংলায় লগ্নিতে আগ্রহী করে তোলাই লক্ষ্য মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধি দলের।

আরও পড়ুন-যন্তর মন্তরে ‘না’ ৩ অক্টোবর কৃষিভবনের সামনে ধর্না দেবে তৃণমূল : অভিষেক

Latest article