প্রতিবেদন : চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে মার্চের ১০ তারিখ অবধি অনলাইন পদ্ধতিতে হজের আবেদন চলছে। ভারত ও সৌদি আরবের মধ্যে চুক্তি মোতাবেক চলতি বছর হজের খরচ সামান্য কমছে বলে জানা গিয়েছে। হজ বিষয়ে অনেকগুলি বিধি শিথিলও হয়েছে। প্রতি বছরের মতো এবারও হাজিদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।
আরও পড়ুন-এনবিএসটিসি কিনছে সিএনজি বাস
হজ অপারেশন ২০২৩ সফলভাবে সম্পন্ন করতে সোমবার নিউটাউন মদিনাতুল হুজ্জাজে প্রাকপ্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল। কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ নাদিমুল হক বলেন, ‘‘সরকারের প্রতিটি বিভাগের সহায়তায় অত্যন্ত সুন্দরভাবে হজ পরিষেবা দিয়ে আসছে রাজ্য হজ কমিটি।” সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব মোঃ গোলাম আলি আনসারি বলেন, ‘‘এবারও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হাজিদের সুষ্ঠু পরিষেবা চালু রাখতে হজ কমিটি বদ্ধপরিকর।” প্রাকপ্রস্তুতি বৈঠকে ছিলেন দফতরের বিশেষ সচিব সাকিল আহমেদ, হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি, রাজারহাট নিউটাউন মাঝেরআইট পিরডাঙা দরবার শরিফের পিরজাদা একেএম ফারহাদ প্রমুখ।