বিজেপি ভীত, তাই এজেন্সি নামিয়ে ছক গ্রেফতারের, মন্তব্য খাড়গের

Must read

প্রতিবেদন: ইন্ডিয়া জোটের শক্তি দেখে বিজেপি ভয় পেয়েছে। তাই সিবিআই-ইডি দিয়ে বিরোধী নেতাদের হেনস্তার ছক কষছে। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন। ইন্ডিয়া জোটের মুম্বই বৈঠক থেকে বার্তা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge)। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। লোকসভা ভোটের আগে আরও সক্রিয়তা বাড়াতে পারে সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি। লোকসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাও চালাবে। বিজেপির এই প্রতিহিংসার রাজনীতির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মোদি জমানার ঘৃণাভাষণ নিয়েও সরব হন খাড়গে (Mallikarjun Kharge)। অন্যদিকে এদিন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব বলেন, আমরা সকলে একজোট হয়ে লড়ব। সব ভাল হবে। নিজের ক্ষতি হলেও আমরা ইন্ডিয়াকে জেতাব। দেশের কোনও এমন বিরোধী নেতা নেই, যাকে ইডি-সিবিআই দিয়ে ফাঁসানো হয়নি।

আরও পড়ুন- আজ সূর্য অভিযান সফল করতে দেবতার দ্বারস্থ ইসরোর বিজ্ঞানীরা

Latest article