অপ্রত্যাশিত ঘটনা ফ্রান্সের রাজনীতিতে। মাত্র মাস দুয়েক আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই সেদেশের রাজনীতিতে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতীয় আইনসভার রাশ হাতে না থাকলে যে কোনও বিল পাশ করতে ম্যাক্রোঁকে (Emmanuel Macron) প্রবল বেগ পেতে হবে। সোমবার সে দেশের জাতীয় আইনসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অর্জনের জন্য ম্যাক্রোঁর মধ্যপন্থী জোটের প্রয়োজন ছিল ২৮৯টি আসন। কিন্তু ম্যাক্রোঁর জোট পেয়েছে ২৪৪টি আসন। জাতীয় নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে ক্ষমতাসীন জোটের এই বিপর্যয়ে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখছেন রাজনীতিবিদরা।
আরও পড়ুন: অশান্তির মধ্যেই জারি অগ্নিপথ বিজ্ঞপ্তি